চবি ইসলামের ইতিহাস বিভাগের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত রোববার চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। উপাচার্য নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বিভাগের সভাপতি মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসানুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ইমরুল হাসান রনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকাকে খুন করে প্রেমিকের আত্মহত্যার ঘটনায় দুই মামলা
পরবর্তী নিবন্ধদেশে শনাক্তের হার ৪ শতাংশের নিচে নামল