চবি ইসলামের ইতিহাস প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান গত ১৪ জুলাই খুলশী ক্লাবে উদযাপিত হয়। সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন, রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহমদ ইমরানুল আজিজ। শুভেচ্ছা বক্তব্য দেন, মুহাম্মদ শওকত আলী নূর, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জসিম উদ্দীন খান, . মো. মোরশেদুল আলম, প্রফেসর মুহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট ড. মঈন উদ্দিন আহমেদ, এ কে এম নূর হোসাইন প্রমুখ। কথামালা শেষে সমিতি সভাপতি সবাইকে নিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে রাশিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধদাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকবেন বিএনপি নেতাকর্মীরা