চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সংবর্ধনা অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে এবং প্রাক্তন সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. মুহিবউল্যাহ ছিদ্দিকী, চবি প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রেজা খান হেলালী, মুহাম্মদ শওকত আলী নূর, অ্যাডভোকেট আশফাক আহামদ, অ্যাডভোকেট ড. মঈন উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. আমিনুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল আজিজ।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে অ্যালামনাইরা তাদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখেন। তিনি সংবর্ধিত অতিথিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী বিভাগ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুনাম ও খ্যাতি তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রফেসর এ এম ইউসুফ চৌধুরী, মিজানুর রহমান সেলিম ও হামিদ উল্লাহ কুতুবী। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর জসিম উদ্দিন খান, মুহাম্মদ আইয়ুব, ওমর ফারুক হোসাইনী, আ ন ম নাসির উদ্দীন, মোহাম্মদ শাহজাহান, মুহাম্মদ নুরুল বশর রাসেল, মুহাম্মদ আইয়ুব আলীসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন চবির ৯ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধশিশুদের জন্মগত হার্টের ফুটোজনিত রোগের ইন্টারভেনশনাল অপারেশন