ইনসাফ প্রতিষ্ঠা ও জুলুম নিরসনে ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান স্মরণে চবি ইসলামিক স্টাডিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই ২৪ গণঅভ্যুত্থানে ইসলামিক স্টাডিজ বিভাগ শীর্ষক আলোচনা সভা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান।
চবি ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রফেসর ড. আহমদ আলী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী। চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক নিহাদ ও মাকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, সমন্বয়ক মুহাম্মদ আলী, সাখাওয়াত হোসেন শিপন, আরিয়ান খান রাকিব এবং রাজবন্দী ও সমন্বয়ক আশিকুর রহমান, আদনান আসিফ শরিফ ও রাজবন্দী মোহাম্মদ হাবিবুল্লাহ।
জুলাই স্মৃতিচারণ ও সংবর্ধনা প্রদান করা হয়। এতে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সমন্বয়ক মোহাম্মদ আলী, মুজাহিদুল ইসলাম, হাবিবুল্লাহ খালেদ, খাওয়াত হোসাইন, ফজলুল হক শ্রাবণ, আরিয়ান খান রাকিব, আব্দুর রহমান, সাইয়েদ তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ ফারহান ও রাজবন্দী মো. আলফাজ আহমেদ, মোহাম্মদ হাবিবুল্লাহ, আশিকুর রহমান (সমন্বয়ক), আদনান আসিফ শরিফ (সমন্বয়ক) এবং বিভাগের শিক্ষার্থী আহত শাহ আলম, মাহবুবুর রহমান, তাফহিমুল ইসলাম, ফয়জুল ইসলাম সোহেল, নাছের হোসেন, শাহাদাত হোসেন রিয়াদ, নিয়ামুল ইসলাম আরহাম, মোস্তফা রহমান, মাঈনুদ্দীন হাসান, রাফসান হামিদ, মাইনুদ্দিন মুঈনকে বিভাগের পক্ষ থেকে উপাচার্য, উপ–উপাচার্যদ্বয় ও অতিথিবৃন্দ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বিভাগের প্রতি বর্ষের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।