চবি আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

লোকপ্রশাসন ডিবেট ফেডারেশন

| বুধবার , ২৮ মে, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

লোকপ্রশাসন ডিবেট ফেডারেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘মতের ভিন্নতা মননের মুক্তি’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রবিবার চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চবি লোকপ্রশাসন বিভাগের সভাপতি ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট এবং বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ড. সোনিয়া হক ও চবি লোকপ্রশাসন এলামনাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সহসভাপতি আরিফ আহমদ। উপাচার্য তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে লোকপ্রশাসন ডিবেট ফেডারেশন চমৎকার আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা জাগ্রত করে ও যুক্তির মাধ্যমে সত্য উপলব্ধি করতে সহায়তা করে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে গতিশীল করতে বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগসুবিধা বৃদ্ধি করেছে এবং ক্যাম্পাসে শিক্ষাসহায়ক কার্যক্রমের জন্য একটি সুন্দর ও নান্দনিক পরিবেশ তৈরি করেছে। চবি লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান, এলামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নুর হোসেন নিজামী ও সদস্য মো. দিদারুল আলম। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী যথাক্রমে: তানিয়া মোস্তফা, মারজুক ইলাহি, আজিজ রায়হান, আব্দুল্লাহ জায়েম ও মো. মোজাম্মেল মাসুম। এছাড়াও অনুষ্ঠানে চবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্লোবেল একাডেমিতে উদ্বোধন হল হারবাল হিলিং গার্ডেন
পরবর্তী নিবন্ধহাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা