চবি আবৃত্তি মঞ্চের নিবন্ধন চলবে ১০ মার্চ পর্যন্ত

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

শাশ্বত সুন্দরের অনিবার্য অভুত্থান কবিতা, তাই সৌন্দর্য ফুটিয়ে তুলতে কাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ। বাংলা ভাষার মান রক্ষায় শুদ্ধ উচ্চারণ গুরুত্ব অপরিসীম। আগামী ১৩ মার্চ থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা। মঞ্চের চতুর্বিংশ আবর্তনের সীমিত আসনের নিবন্ধন ইতোমধ্যেই শুরু হয়েছে। যা চলবে ১০ মার্চ পর্যন্ত। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বরেণ্য আবৃত্তিশিল্পী, বেতার ও টেলিভিশনের উপস্থাপকগণ। এ বিষয়ে চবি আবৃত্তি মঞ্চের সভাপতি সোহান আল মাফি বলেন, আঞ্চলিকতা বাংলা ভাষার সৌন্দর্য। তবে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ একজন নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। তাই আঞ্চলিকতা পরিহার করে শুদ্ধ উচ্চারণ শিখতে এই কর্মশালা করা যেতে পারে। আমরা সীমিত আসন রেখেছি যাতে ভালো করে শেখাতে পারি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনাভাইরাসে নতুন ২৯ জন আক্রান্ত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা