চবি আইকিউএসির সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা

| বৃহস্পতিবার , ১ এপ্রিল, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটসমূহের অপেক্ষাকৃত নবীন শিক্ষকদের জন্য ‘ইন্টারেকটিভ টিচিং অ্যান্ড লার্নিং’ বিষয়ে ২১-২৮ মার্চ সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। চবি বিজ্ঞান এবং সামুদ্রিক বিজ্ঞান ও ফিশারিজ অনুষদের শিক্ষকদেরকে নিয়ে শুরু হওয়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
উপাচার্য বলেন, চবি আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার সার্বিক মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা একটি যুগোপযোগী উদ্যোগ। এ কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান নবীন শিক্ষকরা তাদের পেশাগত জীবনে কাজে লাগিয়ে উচ্চ শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী, ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী এবং ড. মোহাম্মদ ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, মেরিন সায়েন্সেস ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন।
অতিথি ছিলেন চবি রসায়ন বিভাগের প্রফেসর বেনু কুমার দে, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর প্রফেসর ড. মো. এম. মারুফ হোসেন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. ইসমাইল মিয়া এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন চৌধুরী প্রমুখ।
কর্মশালায় অনুষদভিত্তিক আলোচ্য বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন রসায়ন বিভাগের প্রফেসর ড. দেবাশিষ পালিত, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আইয়ুব ইসলাম, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা, মাক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ, ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, আইন বিভাগের প্রফেসর মো. জাকির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। সমাপনী বক্তব্য দেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ সংগ্রামের পথ ধরে এসেছে স্বাধীনতা
পরবর্তী নিবন্ধচুয়েটে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা