চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, প্রকৌশলী ও টেকনিক্যাল অফিসারদের নিয়ে ‘শুদ্ধাচার বিষয়ক’ এক প্রশিক্ষণ কর্মশালা গত ২১ সেপ্টেম্বর সকাল ১০ টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. সোনিয়া হক। চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তানজিনা শারমিন নিপুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। এ ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কমল দে।
উপাচার্য তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে কর্মকর্তাসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য দরকার সততা, নিষ্ঠা, আন্তরিকতা, কর্তব্যপরায়ণতা সর্বোপরি সেবামূলক মানসিকতা। পারস্পরিক আচার–আচরণে বিনয়ী ও পরমত সহিষ্ণুতা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ এবং আন্তরিকতার সাথে যে কোন কাজে এগিয়ে আসলে কঠিন সমস্যাও সমাধান করা সম্ভব।