চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সমাজবিজ্ঞান ও আইন অনুষদের বিভাগসমূহের শিক্ষকদের অংশগ্রহণে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে গতকাল বুধবার সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।
সনদ প্রদান অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন। কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. খাদিজা মিতু। কর্মশালায় সমাজবিজ্ঞান ও আইন অনুষদের প্রতিটি বিভাগ থেকে দুইজন করে শিক্ষক অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












