চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত তরুণ শিক্ষকদের জন্য রাইটিং রিসার্চ পেপারস অ্যান্ড প্রজেক্ট প্রোপোজাল শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়্যাল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আইকিউএসির পরিচালকের মাধ্যমে কর্মশালায় যোগদানকৃত সকল শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের গবেষণা পত্র লেখা এবং গবেষণা প্রকল্প তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। চবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক।
কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন চবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান, চবি আইসিটি সেলের পরিচালক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল আলীম। কর্মশালার শুরুতে চবি আইকিউএসিতে অতিরিক্ত পরিচালক হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত চবি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিনকে বরণ করে নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।