চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে দু’দিন ব্যাপি ‘আউটকাম-বেইজড অ্যাডুকেশন’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের। আমন্ত্রিত অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এস্যুরেন্স বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম, চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. সুমন গাঙ্গুলী। সমাপনী বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আফতাব উদ্দীন। কর্মশালায় চবি সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত বিভাগসমূহের ৫৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।