চবি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা গতকাল শনিবার কলেজ ক্যান্টিনে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক ও সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ।অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যাতে সিন্ডিকেটের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা পান তার দাবি জানান তিনি। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুল মাবুদ মল্ল। তিনি বলেন, অবসরে যাওয়ার পরে কর্মকর্তাদের পেনশন ও অন্যান্য ভাতা পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন গড়িমসি না করে। যথাসময়ে কর্মকর্তাদের প্রাপ্য সুবিধাগুলো বুঝিয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মো. আবদুল মাবুদ মল্ল, সহ– সভাপতি পদে আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক পদে মো. ইউসুফ, সহ–সাধারণ সম্পাদক পদে নুরুল আলম, কোষাধ্যক্ষ পদে শামসুল আলম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক পদে মো. মোসলে উদ্দিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আবুল হোসেন সরকার নির্বাচিত হন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন জালাল উদ্দিন, মো.সাইফুল ইসলাম খান,বাদল কৃষ্ণ চৌধুরী, মো. আবু তাহের। প্রেস বিজ্ঞপ্তি।