চবি অফিসার সমিতির কর্মসূচি স্থগিত

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

কর্তৃপক্ষের দাবি মেনে নেয়ার আশ্বাসে লাগাতার কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি। তিন দফা দাবিতে তিনদিন কলমবিরতি কর্মসূচি পালনের পর গত রোববার লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। পরে গতকাল সোমবার প্রশাসনের সাথে আলোচনা শেষে বিকাল চারটার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজাদীকে বলেন, আমরা সোমবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। পরে উপাচার্যের ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসি। এতে আমাদের এক নম্বর দাবির বিষয়ে বাস্তবায়ন কমিটি গঠন করবে এবং দ্বিতীয় দাবির ব্যাপারে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন। তবে তৃতীয় দাবি অফিসার পদ থেকে শিক্ষকদের প্রত্যাহারের বিষয়ে আমাদের কিছুটা ছাড় দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘পিএ’ এজাজকে দুদকের নোটিশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধহাটহাজারীর চৌধুরীহাটে দোকানে দুর্ধর্ষ চুরি