চবি অফিসার সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ শুরু

চবি প্রতিনিধি | রবিবার , ১৮ অক্টোবর, ২০২০ at ৪:২৩ পূর্বাহ্ণ

প্রশাসক পদ বাতিল ও অফিসার পদ থেকে শিক্ষকদের প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ৩ দিনের কলমবিরতির পর আজ রোববার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অফিসার সমিতি। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী। তিনি বলেন, টানা ৩ দিনের কলমবিরতি পালনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গত ১৫ অক্টোবরের অর্ধদিবস কর্মবিরতি স্থগিত করেছি। ভেবেছি আমাদের দাবি মেনে নিবে। কিন্তু এরপরও সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা দেখছি না। কর্মবিরতি পালনের জন্য আমাদের একটি প্যান্ডেল করার সময় প্রশাসন হস্তক্ষেপ করেছে। এজন্য আজ থেকে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে।
এর আগে ৮ অক্টোবর অফিসার সমিতি তিন দফা দাবিতে ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুই ঘণ্টা করে কলমবিরতি ও ১৫ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি এবং ১৮ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৫৮ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধফেরা হলো না দেশে, দেখা হলো না শিশুকন্যার মুখ