চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপ–কমিটি ও পর্ষদের দায়িত্বশীলদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা গতকাল রোববার উপাচার্য ও ৫ম সমাবর্তন কমিটির আহবায়ক প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং কমিটির সদস্য–সচিব প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং ৫ম সমাবর্তনের বিভিন্ন উপ–কমিটির আহবায়ক ও সদস্য–সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য ৫ম সমাবর্তনে বিভিন্ন উপ–কমিটি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সমাবর্তনে আগতদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান। একইসাথে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন সুষ্ঠুু ও শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় পরিবার, আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।