পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছনা এবং কর্তব্যরত সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ছাত্রীদের হামলার ঘটনায় ১০ ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। এতে চবি দর্শন বিভাগের প্রফেসর ও সহকারী প্রক্টর ড. কোরবান আলীর গায়ে হাত তোলার অপরাধে আইন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ধর্ম অবমাননার অপরাধে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গত ৫ ফেব্রুয়ারি রাতে চবির শেখ হাসিনা হলে ছাত্র–ছাত্রীদের বিবাদে জড়ানোর খবর পেয়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিনিয়র সহকারী প্রক্টর প্রফেসর ড. কোরবান আলীর গায়ে হাত তোলার অপরাধে আইন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, এছাড়া একই সময় অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় আরও ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ধর্ম অবমাননা করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজন ছাত্রকে ২ বছরের জন্য এবং এক ছাত্রীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
দুই বছর বহিষ্কৃতরা হলেন, ২০১৭–১৮ শিক্ষাবর্ষের মেরিন সায়েন্সেস ইন্সটিটিউটের শিক্ষার্থী এলিসা স্বর্ণা চৌধুরী, একই সেশনের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সস বিভাগের শিক্ষার্থী রওজাতুল জান্নাত নিশা, ২০১৮–১৯ সেশনের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, একই সেশনের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সস বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা বৃষ্টি। ২০১৯–২০ সেশনের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন পুতুল, ২০২০–২১ সেশনের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সস বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা, ২০২১–২২ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোসা. সুমাইয়া (সুমাইয়া সিকদার), ২০২২–২৩ সেশনের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা এবং একই সেশনের ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মাইসারা জাহান ইশা। ধর্ম অবমাননায় ২০২৩–২৪ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এসএম সানবিম সিফাতকে দুই বছর এবং একই বিভাগের শিক্ষার্থী জাফরীন সুলতানা জয়ীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি রাতে চবির শেখ হাসিনা হলের ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় হলের নারী শিক্ষার্থী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কোরবান আলীর গায়ে হাত তোলেন শেখ হাসিনা হলের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। এছাড়া সেখানে কর্মরত সাংবাদিক ও শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে হলের ছাত্রীরা। এসময় দুইজন সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা করা হয়। একজন সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া হয়। এ নিয়ে শেখ হাসিনা হলের ছাত্রীদের বিচারের দাবিতে গত কয়েকদিন চবি ক্যাম্পাসে দাবি তোলেন শিক্ষক–শিক্ষার্থীরা।