প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত, সমুদ্র পাড়ের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানকার নৈসর্গিক সুন্দর্যে মুহিত হয়ে প্রতিবছর হাজারও নবীণ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তবে গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলে মানুষ পাঁচেক আহত হলেও দুইজন ছেলে মারা যায় ঘটনাস্থলেই। স্থানীয়দের পাশাপাশি এই সড়কপথে নিয়মিত যারা ক্যাম্পাসের বাইরে থেকে ক্যাম্পাসে আসা যাওয়া করে তারাও প্রতিনিয়ত অনেক ঝুঁকি নিয়ে পার হয় এই রাস্তা। মর্মান্তিক এই দুর্ঘটনায়, তাই আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে বাড়ছে উৎকণ্ঠা, বাড়ছে পরীক্ষা দিতে আসা নবাগত পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি! অপ্রত্যাশিত এই দুর্ঘটনা এড়াতে শহর কিংবা ক্যাম্পসের বাইরে থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়দের জীবনমানের নিরাপত্তা নিশ্চিত করণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনতিবিলম্বে প্রয়োজনীয় কর্মসূচি হাতে নিতে হবে। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে ফুট ওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানায়। তাই, আর দেরি নয়; দ্রুতই নির্মিত হোক শিক্ষার্থীদের বহুল আকাঙ্খিত সেই ফুট ওভার ব্রিজ, নিশ্চিত হোক সকল মানুষের জীবনমানের নিরাপত্তা, চবি প্রসাশনের কার্যকরি পদক্ষেপে সহসাই উবে যাক ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও পরীক্ষার্থীদের দুর্ঘটনার ঝুঁকি।
মোঃ সবুর আহমেদ
শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।