চবির হল খুলছে আজ

চবি প্রতিনিধি | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

করোনার কারণে ১৮ মাস বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। কয়েক দফা সশরীরে পরীক্ষা হলেও আবাসিক হলসমূহ বন্ধই ছিল। অবশেষে আজ সোমবার থেকে চবি শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলছে। ইতোমধ্যে হল খোলার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
তবে এক্ষেত্রে প্রথম ডোজ টিকা গ্রহণ করতে হবে এবং হলে উঠার সময় টিকা কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বরাদ্দ ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়া অবৈধ, অনাবাসিক, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবী কেউ হলে থাকতে পারবে না। হলের কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত চবি মেডিকেল কেন্দ্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, হল খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে প্রথম ডোজ টিকা নিশ্চিত করতে হবে। গত শনিবার থেকে শাটল ট্রেন চালু হয়েছে। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে।
এদিকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে বলে জানান শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা আঁখি। তিনি বলেন, অনেকদিন পর হল খুলছে। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে হল খোলার জন্য। আমরা তাদের ফুল, মাস্ক, চলকেট ও স্যানিটাইজার দিয়ে বরণ করে নেব। শামসুন্নাহার হলে মেয়েদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে তিন উপজেলার ২১ ইউপিতে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা
পরবর্তী নিবন্ধমণ্ডপে হামলা আরো ৪ জন গ্রেপ্তার