চবির হল ও একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত স্থগিত

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হলের সিট বরাদ্দ কার্যক্রম এবং আগামী ১৯ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

গত ৭ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেটের ৫৫২তম (জরুরি) সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বরাদ্দ কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানের স্বার্থে এবং উদ্বুদ্ধ পরিস্থিতিতে আবাসিক হলসমূহে নতুনভাবে সিট বরাদ্দ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের আবাসিক হলে প্রবেশ না করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত ১৭ জুলাই সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শাটল ট্রেন। হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপউপাচার্য, সব হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধটাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকার পদত্যাগ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের দাবির মুখে চুয়েট উপাচার্যের পদত্যাগ