চবির হলসমূহ খুলে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়ার দাবিতে প্রক্টর কার্যালয়ে আবেদনপত্র প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। হল খোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিও জানান তারা। দাবি মানা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে প্রক্টরের কার্যালয়ে হল খোলার আবেদন জানিয়ে একটি চিঠি দেয় শিক্ষার্থীরা। এর আগে তারা এ নিয়ে জারুলতলায় আলোচনায় বসেন। পরে প্রথমে হল খোলার আবেদন জানান প্রশাসনকে। দর্শন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি কানন আজাদীকে বলেন, এখন অনেক বিভাগের পরীক্ষা চলতেছে। পরীক্ষার্থীদের বাহিরে থাকতে অনেক কষ্ট হচ্ছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের। আবার নতুন বছর চলে আসায় আমাদের অনেকের টিউশন শুরু হয়ে গেছে। সবমিলিয়ে এ মুহূর্তে হল খুলে দেওয়া খুব জরুরি। এজন্য আমরা প্রক্টরের কার্যালয়ে আবেদন দিয়েছি। কানন আরও বলেন, হল খোলা মানে বিশ্ববিদ্যালয় খোলা, আগে হল খুলুক তারপর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় খুলে আমাদের স্বশরীরে ক্লাস কার্যক্রম শেষ করে পরীক্ষা গ্রহণ করতে হবে। আমাদের দাবি না মানলে আমরা পরবর্তীতে বৃহৎ কর্মসূচির ডাক দেব, মানববন্ধন করবো।
আবেদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, শিক্ষার্থীরা চিঠি দিয়েছে। আমরা এটা উর্ধ্বতন প্রশাসনের কাছে পাঠাবো। তিনি বলেন, কিছু শিক্ষার্থী সমস্যায় আছে জানি। আসলে কেন্দ্রীয় একটা সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের কিছুই করার নেই।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে কিশোরীকে মাইক্রোবাসে দল বেঁধে ধর্ষণ, দুজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী হচ্ছেন তারেক সোলেমানের স্ত্রী