দৈনিক আজাদীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি ইমাম ইমু চবি সাংবাদিক সমিতির (চবিসাস) বার্ষিক সেরা ফিচার রিপোর্টার নির্বাচিত হয়েছেন। সমিতির আরো তিন সদস্য এ এ্যাওয়ার্ড পেয়েছেন। তারা হলেন- রায়হান উদ্দিন, মোহাম্মদ আজহার এবং মাহবুব এ রহমান। গতকাল শনিবার সকাল এগারোটায় নগরস্থ চবির চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত চবিসাসের বার্ষিক সাধারণ সভায় বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুসন্ধানী এবং ফিচার ক্যাটাগরিতে এ চারজনকে পুরস্কৃত করা হয়েছে। ফিচার ক্যাটাগরিতে রায়হান উদ্দিন এবং ইমাম ইমু নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী ক্যাটাগরিতে আজহার এবং মাহবুব নির্বাচিত হয়েছেন। এসময় ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ দুই হাজার টাকা করে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক, চবিসাসের সাবেক সাধারণ সম্পাদক আদুল্লাহ আল মামুন এবং তাসনিম হাসান। চবিসাসের সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি আব্দুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া এবং চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হক।