চবির সিন্ডিকেট নির্বাচন ৬ মার্চ, প্রার্থী ১৫ জন

১০ বছর পর ৪ ক্যাটাগরিতে নির্বাচন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চার ক্যাটাগরিতে নির্বাচন করবেন ১৫ জন প্রার্থী। আগামী ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুই দিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক সমিতি কার্যালয়ে অগ্রিম ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং রিটার্নিং অফিসার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক নির্বাচনী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে সর্বশেষ একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ৩ ডিসেম্বর। অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি অবসরে যাওয়া, সহযোগী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরির প্রতিনিধি পদোন্নতি পাওয়া ও সহকারী অধ্যাপক ক্যাটাগরির প্রতিনিধি শিক্ষাছুটিতে যাওয়ায় এই চারটি পদ কয়েক বছর ধরে শূন্য রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলোকচিত্র শিল্পী সেলিম হাসানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধ৫ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদনের অনুমোদন