চবির সাবেক উপাচার্য আর আই চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যায়েল সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. রফিকুল ইসলাম চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ মরহুমের কবর প্রাঙ্গণে কোরান খতম ও দোয়া এবং আগামী ১৫ই অক্টোবর শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উপচার্য পদে দায়িত্ব পালন করা ছাড়াও সুদীর্ঘ কর্মজীবনে ড.আর.আই চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ,সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, সিনেট, সিন্ডিকেটসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি একজন ভাষা সৈনিক ও ষাটের দশকের মানুষের অধিকার সংগ্রামের অন্যতম সংগঠক। তার সংগৃহীত দুর্লভ প্রায় দেড়হাজার পুস্তিকা ও গবেষণা কর্ম সংগ্রহ করে চবি গ্রন্থাগারে ড. আর আই চৌধুরী কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। এ অনুষ্ঠানসমূহে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে ডা. আ.ম.ম.মিনহাজুর রহমান সকলকে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণের পর জামিন পেলেন ড. ইউনূস
পরবর্তী নিবন্ধমেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার