চবির সাবেক উপাচার্য আরআই চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল

আজাদী অনলাইন | সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী ও দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. রফিকুল ইসলাম চৌধুরীর (আরআই চৌধুরী) ১২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর)।
এ উপলক্ষে পারিবারিকভাবে কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আরআই চৌধুরী ২০০৮ সালের ১৩ অক্টোবর এই দিনে ৭৮ বছর বয়সে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে অসুস্থ ছিলেন।
উপাচার্য পদে দায়িত্ব পালন করা ছাড়াও সুদীর্ঘ কর্মজীবনে আরআই চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, সিনেট, সিন্ডিকেটসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি একজন ভাষাসৈনিক ও ষাটের দশকের মানুষের অধিকার সংগ্রামের অন্যতম সংগঠক।
তার সংগৃহীত অতি-দুর্লভ-মূল্যবান প্রায় দেড় হাজার পুস্তিকা ও গবেষণা কর্ম সংগ্রহ করে চবি গ্রন্থাগারে ড. আরআই চৌধুরী কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সহপাঠী হওয়ায় নামের আদ্যাক্ষর আর আই সি সহযোগে তিনি সংক্ষেপে ‘রিক’ নামেও অভিহিত হতেন সুধী মহলে।

পূর্ববর্তী নিবন্ধএবার দুদক হিসাব চেয়েছে মাহী ও তার স্ত্রীর
পরবর্তী নিবন্ধ১৫ জনের বিরুদ্ধে এক পক্ষের মামলা