চবির শাটল ট্রেনে প্রতিদিনই ঘটছে পাথর নিক্ষেপ

চবি প্রতিনিধি | শনিবার , ৯ এপ্রিল, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

প্রায় প্রতিদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে চলন্ত অবস্থায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে রক্তাক্ত হচ্ছে শিক্ষার্থীরা। নগরীর বটতলী থেকে ক্যাম্পাসগামী রাতেই ট্রেনেই এমন ঘটনা ঘটছে। বার বার রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার মিলছে না। গতকাল শুক্রবার পাথর নিক্ষেপে এক শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার ইয়াসীন তুসি নামে চারুকলা ইন্সটিটিউটের এক শিক্ষার্থী পাথর নিক্ষেপের শিকার হন। আগেরদিন বুধবার চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। এরকম পাথর নিক্ষেপের ঘটনা হারহামেশাই ঘটতেছে চবির শাটল ট্রেনে। এসব ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শাটলে প্রায় সময়ই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ব্যাপারে আমরা অবগত আছি। এ সমস্যার সমাধানের জন্য আমরা অনেকবার রেলওয়ে পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। উনারা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
বাংলাদেশ রেলওেয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শাটল ট্রেনে পাথর নিক্ষেপ সমস্যার পরিত্রাণ পেতে চাইলে শিক্ষার্থীদেরকেই প্রথমে এগিয়ে আসতে। শিক্ষার্থীরা যদি টোকাই ও পথশিশুদের উঠতে না দেয় তাহলে এই সমস্যা ধীরে ধীরে অনেকাংশেই কমে আসবে। তিনি বলেন, আমাদের লোকজনের সংকটের কারণে আমরাও এই ক্ষেত্রে লোকবল নিয়োগ করতে পারছি না। সকলের সহযোগিতাপূর্ণ সামগ্রিক উদ্যোগের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধতাইজুল-খালেদের বোলিংয়ে সমতায় দিন পার
পরবর্তী নিবন্ধমাহতাব-নাছিরের বিরুদ্ধে কেন্দ্রে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত