চবির শাটলে নতুন চারটি কোচ যুক্ত ও ভোগান্তি কমানোর আশ্বাস

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে চারটি নতুন কোচ সংযুক্তি, শিডিউল বিপর্যয়সহ যাবতীয় ভোগান্তি কমানো এবং আগস্ট থেকেই শাটলের গতি বাড়ার কথা জানিয়েছেন চবি প্রশাসন। গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা যায়, শিক্ষার্থীদের যাবতীয় দাবিদাওয়া নিয়ে চলতি বছরের ৩০ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টরিয়াল বডি ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। সেই প্রেক্ষিতে গত সোমবার বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি সভার আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীদের ভোগান্তি বিষয়ক সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আপডেট জানানো হয়। এ ব্যাপারে প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ত্রুটিপূর্ণ বগিগুলোর অনেক বগিতে ফ্লোরে গর্ত, ভাঙা জানালা, নষ্ট দরজা এমন ৪টি কোচ পরিবর্তন করা হয়েছে। সোমবার আলোচনা সভার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ত্রুটিপূর্ণ কোচগুলো পরিবর্তন করে। ট্রেন সংখ্যা বাড়ানোর ব্যাপারে তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তবে এটি সময়সাপেক্ষ বিষয়। কোচের অভাব পূরণে নতুন দুটি বগি বৃদ্ধি করা হবে, সেক্ষেত্রে প্লাটফর্মের নিচ থেকে শিক্ষার্থীদের ট্রেনে উঠা লাগতে পারে বিধায় প্লাটফর্ম বাড়াতে হবে। দ্রুততম সময়ে মধ্যেই প্লাটফর্মের কাজ শুরু করা হবে। তিনি বলেন, শিডিউল বিপর্যয় ও পূর্বনির্ধারিত সময় ব্যত্যয়ের ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষে জানিয়েছে গতির উপর রেস্ট্রিকশন ছিল বিধায় ট্রেনগুলো গতিতে চলতে পারেনি। ১ আগস্ট থেকে গতির উপর রেস্ট্রিকশন উঠে যাবে। শিক্ষার্থীদের সাথে নিয়ে কমিটি গঠনের কথা বলেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, রাতের বেলা বটতলী স্টেশনে আমাদের শাটল অরক্ষিত অবস্থায় থাকে সে ব্যাপারে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় অন্যান্য জেলায় আমাদের শাটল ব্যবহার করে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা বলেছি ব্যবহারের যেন পুনরায় আমাদেরকে ত্রুটিপূর্ণ কোনো বগি না দিয়ে আমাদের বগিগুলোই ফিরিয়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বিষপানে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধওয়াসা মোড়ে রাস্তায় ব্যারিয়ার, যানজট