চবির মূল ফটকে চার ঘণ্টা তালা

আবেদন ফি কমানো, পোষ্য কোটা বাতিলসহ ৯ দাবি শিক্ষার্থীদের

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কামানো, পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে ক্যাম্পাসের জিরো পয়েন্টে মূল ফটকে তালা দিয়ে ৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে বিকাল চারটার দিকে তালা খুলে দেয় তারা। এরপর পাঁচটার দিকে চবি সাংবাদিক সমিতির কার্যালয় সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, আজ (মঙ্গলবার) রাত ১০টার মধ্যে ভর্তি পরীক্ষার আবেদন স্থগিত করে আবেদন ফি কমাতে হবে। নইলে আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের নয় দফা দাবি হলো, ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করতে হবে, মুক্তিযোদ্ধার নাতিনাতনি কোটা, পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল করতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ ও অতিদ্রুত নতুন দুইটি হল নির্মাণ করতে হবে, ক্যাম্পাসে ক্রিয়াশীল এঙট্রা কারিকুলার সংগঠনসমূহকে অফিস বরাদ্দ দিতে হবে, অনতিবিলম্বে টিএসসি নির্মাণ করতে হবে, অতি দ্রুত চাকসু ও হল সংসদ নির্বাচন দিতে হবে, প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ইমেইল প্রদান ও অনলাইনে রেজাল্ট প্রকাশসহ যাবতীয় কর্মকাণ্ড অনলাইনভিত্তিক করতে হবে এবং সমপ্রতি ঘটে যাওয়া গুপ্তহামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র কোলে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায়
পরবর্তী নিবন্ধলায়ন নাসির উদ্দিন চৌধুরী পুনরায় সিএলএফের চেয়ারম্যান নির্বাচিত