চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার পদ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসানের পদত্যাগপত্র জমা দেওয়ার গুঞ্জন উঠেছে। গতকাল বুধবার চবি উপাচার্য বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখনও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আমি এই বিষয়ে কথা বলতে রাজি না। কিছু হলে আপনারা দেখবেন। পরবর্তীতে মুঠোফোনে আর সংযোগ মিলেনি। এছাড়া বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে মুঠোফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।
এর আগে ২০২০ সালের ২৯ জুন এ পদে দুই বছরের জন্য নিয়োগ পান প্রফেসর এসএম মনিরুল হাসান। সেই হিসেবে চলতি বছরের জুন মাসেই এ নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। জানা যায়, ১৯৯৫ সালের পর থেকে রেজিস্ট্রার পদে পূর্ণকালীন আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। দীর্ঘ ২৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পদ ভারপ্রাপ্ত দিয়ে চলছে। প্রশাসন বলছে একাধিকবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও যোগ্য কাউকে না পাওয়ায় ২৮ বছর ধরে শূন্য রয়েছে গুরুত্বপূর্ণ এ পদটি।












