চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন অনলাইনে শুরু হচ্ছে আগামী বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে। যা চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন ফি জমা দেওয়া যাবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় তেমন কোনো পরিবর্তন আসেনি। গতবারের মতোই রয়েছে সবকিছু। এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আগে পুরাতনদের ৫ নম্বর কর্তন করা হতো, এবার তাদের ৩ নম্বর কর্তন করা কবে। এবারও চট্টগ্রামের বাইরে দুইটি বিভাগীয় কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদেরর পছন্দনীয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এদিকে আরবি, ইসলামিক স্টাডিজ ও পালির বিভাগের জন্য বি–২ উপ–ইউনিট করা হয়েছে। তবে কোনো আসন বাড়ছে না। এবারে ভর্তি পরীক্ষা রমজানের মধ্যে হওয়ায় পরীক্ষার সময়ও পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীরা বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন, দুপুর ১২টায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর ১টায় তাদের পরীক্ষা শেষ হবে।
ভর্তির যোগ্যতা : যারা ২০২১ বা ২০২২ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে। এবারও প্রতি ইউনিট/উপ–ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। সুতরাং প্রতি ইউনিটে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং রকেট বা বিকাশের মাধ্যমে জমা দেয়া যাবে।
নম্বর বন্টন : প্রতি সংশ্লিষ্ট ইউনিট/উপ–ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। তবে এবার সি ইউনিট ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ১ নম্বরের প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ এবং প্রতিটি ২ নম্বরের প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.৫০ কর্তন করা হবে। দ্বিতীয়বার অংশ নেওয়াদের প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষায় কোটাধারী শিক্ষার্থীদেরও সাধারণ শিক্ষার্থীদের সমান অর্থাৎ সর্বনিম্ন ৪০ নম্বর পেয়ে পাশ করতে হবে। যা গত বছর ৩৫ নম্বর ছিল।
কেন্দ্র নির্বাচন : ঢাকা বিভাগে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী বিভাগীয় শহরে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) একই সময় ও তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বি–১, বি–২ ও ডি–১ উপ–ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী শিক্ষার্থী কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনের সময় ইউনিট/উপ–ইউনিটে ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশন অর্থাৎ ৩টি কেন্দ্রের সবগুলো পছন্দ অনুযায়ী সঠিকভাবে নির্বাচন করতে হবে।
ইউনিটভিত্তিক তথ্য : এবারের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এ চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট ‘বি–১’, ‘বি–২’ ও ‘ডি–১’ রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে সকল বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ/ইন্সটিটিউট রয়েছে। এই চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি। ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিদ্যা অনুষদভুক্ত ৯টি বিষয় এবং শিক্ষা অনুষদভুক্ত শিক্ষা, ‘বি–১’ উপ–ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ, ‘বি–২’ উপ–ইউনিটের অধীনে আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ রয়েছে। ‘বি’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ২২১টি। ‘বি–১’ উপ–ইউনিট (চারুকলা, নাট্যকলা ও সংগীত বিভাগ নিয়ে গঠিত) আসন রয়েছে ১২৫টি। ‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় অনুষদভুক্ত সকল বিভাগ রয়েছে। ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি। ‘ডি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিষয়; আইন অনুষদভুক্ত আইন; উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা; মনোবিজ্ঞান বিভাগ। এছাড়া ‘ডি–১’ উপ–ইউনিটের অধীনে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ রয়েছে। ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি। অন্যদিকে ‘ডি–১’ উপ–ইউনিটে আসন রয়েছে ৩০টি।
আবেদন সংশোধনের সময় : আবেদন সংক্রান্ত যেকোনো সংশোধনী ১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সংশোধন করা যাবে। এক্ষত্রে ৩০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের ভর্তি পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হবে। এবারও সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বি–২ নামে নতুন একটি উপ–ইউনিট করা হয়েছে। এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ, আরবি সাহিত্য ও পালি। অনেক সময় দেখা যায় বি ইউনিটে ভর্তির সুযোগ পাওয়া অনেকেই আরবিই পড়তে জানেন না। ফলে মাইগ্রেশন বা অন্য কোনোভাবে সাবজেক্ট পাল্টাতে গিয়ে বেকায়দায় পড়ে যান। এজন্য তাদের কথা বিবেচনা করে এ নতুন ইউনিট করা হয়েছে।