চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২–২৩ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১২ হাজার ৩৫২ জন। সে হিসেবে পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ। ফেল করেছে ২৯ হাজার ৮৩৮ জন। ফেলের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।
ফলাফলের বিষয়ে ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার কো–অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ২৯.২৮ শতাংশ। এর আগে বৃহস্পতিবার সকাল–বিকাল ও শুক্রবার সকাল তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ইউনিটটিতে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ১৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যা মোট শিক্ষার্থীর ৭৯ শতাংশ।
অপরদিকে গত সোমবার সকাল–বিকাল ও গতকাল সকালসহ তিন শিফটে সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে মোট আবেদন করে ৪৯ হাজার ১৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৯ হাজার ৮২৭ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮১ শতাংশ।
আজ বুধবার ‘বি–১’ উপ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবেন ১ হাজার ৩৮২ জন শিক্ষার্থী। আগামীকাল বৃহস্পতিবার ‘ডি–১’ উপ ইউনিটের পরীক্ষার মাধ্যমে চবির ভর্তিযুদ্ধ শেষ হবে। এতে অংশ নিবেন ১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী।
চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য শাটল ট্রেনের বিশেষ শিডিউলের ব্যবস্থা করা হয়েছে।