চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৩ হাজার

ফলাফল শীঘ্রই: ইউনিট কো-অর্ডিনেটর

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল-বিকাল দুই শিফট ও আজকে সকালের শিফটে মোট ২৯ হাজার ৫২৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আবেদন করেছিল ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৬৯.২০ শতাংশ। ‘বি’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২২১টি।

আজ বৃহস্পতিবার দুপুরে ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর মহীবুল আজিজ আজাদীকে বলেন, “কোনোরকম অনিয়ম ও ঝামেলা ছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে তিন শিফটে ২৯ হাজার ৫২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার ফলাফল অতি শীঘ্রই জানানো হবে।”

আগামীকাল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৪ শত ৪১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৯১৮টি। সেই হিসেবে আসন প্রতি লড়বে ৩২ জন। এরপর ৩০, ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট, ১, ২ নভেম্বর ‘এ’ ইউনিট এবং ৫ নভেম্বর ‘বি’১ ও ‘ডি১’ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্তরে প্রায় সাত শতাধিক নিরাপত্তা বাহিনী কাজ করছে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্ধে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে৷ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেন চালু করেছে কর্তৃপক্ষ।

শাটল ট্রেনের নতুন সূচি:
বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস-
সকাল ৬টা, সাড়ে ৬টা, সাড়ে ৭টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৪০ মিনিট, ১২টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা, ৪টা এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসে যাবে।
ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন-
সকাল ৭টা ০৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, ৮টা ৪০ মিনিট, ৯টা ২০ মিনিট, ১০টা, দুপুর ১টা, ১টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৫টা, সাড়ে ৫টা এবং রাত ৯টা ১০ মিনিটে সর্বশেষ ট্রেন শহরের উদ্দেশে ছেড়ে যাবে।

প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, “সুষ্ঠুভাবে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী কাজ করছে৷ সব ধরনের অনিয়ম রোধে কাজ করে যাচ্ছে বিশেষ টিম।”

পূর্ববর্তী নিবন্ধআমার মাতৃভূমি হোক অসাম্প্রদায়িক চেতনার
পরবর্তী নিবন্ধ১ নভেম্বর থেকে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান শুরু