চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬১ হাজার ৬৫৯ জন, যা মোট আবেদনকারীর ৮৬ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী। আসন প্রতি লড়েছেন ৫০ জন। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একযোগে দেশের তিনটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চবির ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ২২১টি। এ বছর ‘বি’ ইউনিটে আবেদন করেছিলেন মোট ৭৩ হাজার ১৭১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬১ হাজার ৬৫৯ জন। এতে আসনপ্রতি লড়েছেন ৫০ জন শিক্ষার্থী এবং উপস্থিতির হার ৮৬.২৯ শতাংশ। এর মধ্যে শুধু চবি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ১৯ হাজার ২৮১জন শিক্ষার্থী।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান বলেন, গত বছরের মতো এবারও চবিসহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও সন্তোষজনক ছিল।
আগামী ১৫ মার্চ ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া বি–১ উপ–ইউনিটের ১০ মার্চ, বি–২ ১১ মার্চ ও ডি–১ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। উপ–ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে ২১ হাজার ৩৯৩, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছে ৬০ হাজার ৫২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এছাড়া ‘বি–১’ উপ–ইউনিটে ১ হাজার ৯১১ জন, ‘বি–২’ ৩ হাজার ৬৭০ জন এবং ‘ডি–১’ এর জন্য আবেদন করেছে ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী। এবার চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিটে মোট ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে সর্বমোট আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি লড়বে ৫৫ জন শিক্ষার্থী।