চবির ফরহাদ হলের তিন কক্ষ থেকে গাঁজা ও মদ উদ্ধার

চবি প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হলের তিনটি কক্ষে সিগারেটের অবশিষ্টাংশ, গাঁজা, মদ, হুইস্কিসহ বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে। গতকাল বিকেল সাড়ে ৬ টায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির যৌথ অভিযানে হলটির সিব্লকের ১০৮ ও ১০৪ নম্বর কক্ষ ও এব্লকের ১০২ নম্বর কক্ষে এসব মাদক পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, ১০৮ নম্বর কক্ষটি হল সংসদের জন্য বরাদ্দ থাকলেও এখানে অবৈধভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন ৫ শিক্ষার্থী। অভিযানে কক্ষটিতে বিপুল পরিমাণ সিগারেটের অবশিষ্টাংশ, মদ, হুইস্কি ও গাঁজা সেবনের বোতল পাওয়া গেছে। অন্যদিকে, ১০২ কক্ষে অভিযানে দুজন একসঙ্গে সরাসরি মাদক সেবন করতে দেখা গেছে। এ সময় তাদের কক্ষে মদ, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন দ্রব্য পাওয়া গেছে। ১০৪ নম্বর কক্ষেও মাকদের বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ বিষয়ে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ১০৮ নম্বর কক্ষে অবৈধভাবে ৫ শিক্ষার্থী অবস্থান করছিল। তারা আমার কাছে গত ১৫ অক্টোবর পর্যন্ত থাকার অনুমতি চাইলেও ১৫ তারিখের পরে তারা রুম ছাড়েনি দেখে আমি তালা লাগিয়ে দেই। এরপর তারা তালা ভেঙে ভিতরে ঢুকেছে। পরে আমি গতকালের মধ্যে রুম ছাড়তে অফিসিয়াল নোটিশ দেই। কিন্তু তারা রুম ছাড়েনি, এমনকি নোটিশ ছিঁড়ে ফেলেছে। আজ বিকেলে ওই রুমে গিয়ে বিপুল পরিমাণ সিগারেটের অবশিষ্টাংশ, গাঁজা, ইন্ডিয়ান ব্রান্ডের হুইস্কির বোতলসহ বিভিন্ন মাদকের আলামত সরাসরি দেখেছি। এ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, এমন অভিযোগ পেয়ে আমরা প্রক্টরিয়াল টিম নিয়ে কক্ষটিতে আসি। এখানে বিভিন্ন ধরনের মাদক দেখেছি। এছাড়া, আরো দুটি কক্ষেও মাদক পাওয়া গেছে। জড়িতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধময়নাতদন্ত, জবানবন্দি থাকলেও ডিএনএ রিপোর্টে নেই শিশু বর্ষাকে ধর্ষণের আলামত
পরবর্তী নিবন্ধট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর