বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার এটিএম নুরুল আমিন চৌধুরী বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ নিজ বাসভবনে গত ২৯ নভেম্বর রাত ৮ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ পুত্র, ৪ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে প্রথম এবং নিজ গ্রাম রাউজানের গহিরা মোবারকখীলে দুপুর ২টায় দ্বিতীয় নামাজে জানাযা ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে দাফন করা হয়। এটিএম নুরুল আমিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন-চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম চেম্বার বোর্ড অব ডাইরেক্টর্সের পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন প্রমুখ। উল্লেখ্য, মরহুম চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের ফুপা। প্রেস বিজ্ঞপ্তি।