চবির প্রশ্নপত্রে রবি ঠাকুরের গল্পের শিরোনাম ভুল

| মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ডি১ উপইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘অপরিচিতা’ শিরোনামের বানান ভুল ছাপা হয়েছে। ডি১ উপইউনিটের ভর্তি পরীক্ষার সেট২ এর ১৫ নং প্রশ্নে ‘অপরিচিতা’র বানান লেখা হয়েছে ‘অপরাজিতা’। প্রশ্নটি ছিল “‘অপরাজিতা’ গল্পে কল্যাণীর বাবার পেশা কী ছিল।” খবর বিডিনিউজের।

প্রশ্নপত্রে ভুল নিয়ে জানতে চাইলে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, ‘এটা

আসলে টাইপিং মিসটেক। ভর্তি পরীক্ষার সিলেবাস বলতে কিছু নেই।’

গতকাল সোমবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এই উপইউনিটের পরীক্ষা হয়েছে। এতে অংশ নেয় ১ হাজার ২৮ জন শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধ১০ বৈধ প্রিপেইড গ্যাস সংযোগ, সাথে ১৯টি অবৈধ
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা তারেক রহমানের হাতে