চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ডি–১ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ‘অপরিচিতা’ শিরোনামের বানান ভুল ছাপা হয়েছে। ডি–১ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষার সেট–২ এর ১৫ নং প্রশ্নে ‘অপরিচিতা’র বানান লেখা হয়েছে ‘অপরাজিতা’। প্রশ্নটি ছিল “‘অপরাজিতা’ গল্পে কল্যাণীর বাবার পেশা কী ছিল।” খবর বিডিনিউজের।
প্রশ্নপত্রে ভুল নিয়ে জানতে চাইলে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, ‘এটা
আসলে টাইপিং মিসটেক। ভর্তি পরীক্ষার সিলেবাস বলতে কিছু নেই।’
গতকাল সোমবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এই উপ–ইউনিটের পরীক্ষা হয়েছে। এতে অংশ নেয় ১ হাজার ২৮ জন শিক্ষার্থী।











