চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীকে। একইদিন মোট ১২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত অন্যান্যরা হলেন, আইসিটি সেলের পরিচালক পদে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের প্রফেসর সাইদুর রহমান চৌধুরী, পরিবহন প্রশাসক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, কলেজ পরিদর্শক পদে লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, এস্টেট শাখার প্রশাসক পদে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চাকসু কেন্দ্রের পরিচালক পদে মেরিন সায়েন্স ইন্সটিটিউটের প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, চাকসু কেন্দ্রের সহকারী পরিচালক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, চাকসু সহকারী পরিচালক পদে দর্শন বিভাগের প্রফেসর ড. মো. কোরবান আলী, সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আমিরুল ইসলাম, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক পদে আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন এবং বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী নিয়োগ পেয়েছেন।
নিয়োগের বিষয়টি নিশ্চিত করে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ আজাদীকে বলেন, মঙ্গলবার প্রশাসনিক নানা পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ক্যাম্পাস সচল করার জন্য নিয়োগগুলো হচ্ছে। অতি দ্রুত হলের আসন বরাদ্দ দেওয়া হবে এরপর শ্রেণি কার্যক্রম শুরু হবে।