চবির পঞ্চম সমাবর্তনে জুলাই অভ্যুত্থানের ছাপ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ মে, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী শহীদ মো. ফরহাদ হোসেন ও শহীদ হৃদয় তরুয়া। তারা দুইজনই ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন ঘিরে চলছে পুরোদমে প্রস্তুতি। চবির কেন্দ্রীয় খেলার মাঠে হচ্ছে সমাবর্তনের মূল অনুষ্ঠান। আর সেই সমাবর্তনে সম্মান জানানো হবে চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে চবির দুই শিক্ষার্থী শহীদ মো. ফরহাদ হোসেন ও শহীদ হৃদয় তরুয়াসহ চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম এবং জুলাই আন্দোলনের প্রথম আবু সাঈদের অম্লান স্মৃতিকে। রোববার সমাবর্তনের অনুষ্ঠানস্থল ঘুরে দেখা গেছে, কেন্দ্রীয় খেলার মাঠজুড়ে অসংখ্য ফেস্টুন সাজানো হচ্ছে। এরমধ্যে কিছু ফেস্টুনে উঠে এসেছে জুলাই শহীদদের মুখাবয়ব। তাদের আত্মত্যাগের কাহিনী যেন আবার ফিরে এসেছে ক্যাম্পাসের প্রতিটি কোণায়। এছাড়া ক্যাম্পাসে শিক্ষার্থীরা জুলাই শহীদদের নিয়ে গ্রাফিতি করেছেন। সমাবর্তনের লোগোও জুলাই আন্দোলনের থিমে সাজানো হয়েছে। সমাবর্তনের থিমে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করার অবয়ব রয়েছে। সবমিলিয়ে বলা যায় চবির পঞ্চম সমাবর্তনে জুলাই গণঅভ্যুত্থানের ছাপ রয়েছে।

চবির পঞ্চম সমাবর্তন উদযাপন কমিটির সদস্য সচিব ও চবির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. এনায়েত উল্যা পাটোয়ারী জানান, সমাবর্তনে জুলাই শহীদদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে সমাবর্তনের প্রধান বক্তা, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে একটি বিশেষ সংকলন, যাতে থাকবে ক্যাম্পাসজুড়ে আঁকা গ্রাফিতিগুলোর প্রতিচ্ছবি। তিনি বলেন, পুরো সমাবর্তনস্থলে থাকবে শহীদদের ছবি নিয়ে তৈরি একাধিক ফেস্টুন। এই আয়োজন যেন কেবল স্মরণ নয়এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রতিরোধ ও প্রতিবাদের উত্তরাধিকার হস্তান্তরের এক অনন্য প্রতীক।

এ বিষয়ে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানিয়েছিলেন, তা নিয়ে একটি সংকলন তৈরি করা হয়েছে। সেটি আমরা প্রধান বক্তার হাতে তুলে দেবএটি হবে একটি প্রতীকী উপহার, যা আর কেউ পাবে না।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকায় ২৩ একর জায়গা ইজারা পেল চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধআবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি