চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইজন সহকারী প্রক্টর নিজেদের চারটি পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তারা। পদত্যাগ পত্রে তারা ‘ব্যক্তিগত’ কারণে পদত্যাগের কথা উল্লেখ করেন।
জানতে চাইলে ড. মো. মোরশেদুল আলম বলেন, আমি গবেষণা করতে ভালোবাসি। গবেষণার সুবিধার্থে ও একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। একই সাথে আমি সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক পদ থেকেও পদত্যাগ করছি।
আরেক সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, আমি নিজের ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি চাকসুর সহকারী পরিচালকের পদ থেকেও পদত্যাগ করছি। এ বিষয়ে কেউ আমাকে কোনো প্রকার বাধ্য করেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, দুই সহকারী প্রক্টরের পদত্যাগপত্র পেয়েছি। আমরা পদত্যাগপত্র প্রেস করে উপাচার্য ও উপ–উপাচার্যের নিকট পাঠাবো। পরবর্তী সিদ্ধান্ত ওনারা নিবেন।