চবির দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক কনফারেন্স

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চবি দর্শন বিভাগের ৫০ বছরে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে বিভাগটি। গতকাল সোমবার দিনব্যাপী ‘ফিলোসফি: নাউ অ্যান্ড হিয়ার ’ প্রতিপাদ্যে ব্যবসায় প্রশাসন অনুষদে এটি অনুষ্ঠিত হয়। এতে ৭টি অ্যাকাডেমিক সেশনে ৫টি বিষয়বস্তুর ওপর মোট ৩৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। বিষয়বস্তুগুলো হলো, পলিটিক্স, পিস, অ্যান্ড জাস্টিস , এথিকস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড , ফিলোসফি অ্যান্ড এডুকেশন, মেটাফিজিক্যাল ইনকুইরিজ ইন দ্য কনটেমপরারি ওয়ার্ল্ড, এবং ফিলোসফি: ইন্টার ডিসিপ্লিনারি পারসপেকটিভ।

দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মাসুম আহমেদ। মূখ্য আলোচক ছিলেন ভারতের কেরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন ম্যাথিউ। অতিথি বক্তা ছিলেন ইউনাইটেড বোর্ড দক্ষিণ এশিয়ার প্রধান প্রফেসর ড. মাহের স্পারজিয়ন। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মাহবুবুল হক।

এছাড়া ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বানারসি হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এতে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধলায়ন মনির আহমেদ চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরামপুর একতা সংঘের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন