চবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৩৭%

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪২৫ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ১৭ হাজার ৯৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী। পাসের হার ৩৬ দশমিক ৬১ শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯১ দশমিক ৫০। গত সোমবার রাতে সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আইডিতে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এর আগে, গত ২২ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিন বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটে ৯৫৮টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬০ হাজার ৫২২ জন শিক্ষার্থী। ইউনিটটিতে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিষয়, আইন অনুষদভুক্ত আইন, উচ্চ মাধ্যমিক মানবিক শাখার শিক্ষার্থীর জন্য জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা; মনোবিজ্ঞান বিভাগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামজার অভিষেক ম্যাচে বাংলাদেশের ড্র
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল