চবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

পরীক্ষার্থী ৩৯ হাজারের বেশি

চবি প্রতিনিধি | সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এ, বি ও সি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ সোমবার ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বেলা ১২টা ও বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও হাটহাজারী কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই শিফটে মোট ৩৯ হাজার ৩৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে এ, বি ও সি তিন ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফল প্রকাশিত হয়েছে এ ও সি ইউনিটের ফলাফল। শীঘ্রই বি ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এছাড়া ২৪ আগস্ট বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এ, বি ও সি ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সোমবার ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধগুপ্তছড়া ঘাটে নিখোঁজের ৫০ ঘণ্টা পর মিলল যাত্রীর লাশ
পরবর্তী নিবন্ধবেসরকারি আইসিডি রপ্তানি পণ্য ব্যবস্থাপনার ব্যয় বাড়ল ২৫%