চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এ, বি ও সি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ সোমবার ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বেলা ১২টা ও বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও হাটহাজারী কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই শিফটে মোট ৩৯ হাজার ৩৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে এ, বি ও সি তিন ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফল প্রকাশিত হয়েছে এ ও সি ইউনিটের ফলাফল। শীঘ্রই বি ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এছাড়া ২৪ আগস্ট বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এ, বি ও সি ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সোমবার ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।