চবির ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, শিক্ষার্থীকে ছুরিকাঘাত

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক শিক্ষার্থী ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগর থেকে ক্যাম্পাস অভিমুখি শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। 

তার নাম মোরসালিন আহমেদ মিরাজ। সে ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

তিনি বলেন, ‘আজ সকালের ট্রেনে শহর থেকে ক্যাম্পাসে আসার সময় এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েন। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ওই শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

পূর্ববর্তী নিবন্ধসাগর পথে মালয়েশিয়াগামী ৬৬ রোহিঙ্গা উদ্ধার, পাঁচ দালাল আটক
পরবর্তী নিবন্ধলোহাগাড়ার অপহৃত শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার