চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সহ–শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে হল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় হল প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, হলের আবাসিক শিক্ষক ও হল সংসদের কোষাধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ, আবাসিক শিক্ষক ফাতেমা আক্তার হিরামনি, সারমিন আক্তার, মো. মাহবুবুর রহমান ও নাজনীন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ–ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল নুসরাত আদন, সহ–ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত, জিএস নাজিফা তাসফিয়াসহ চাকসু ও হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হলের শিক্ষার্থী এবং কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।












