চবির কর্মকর্তাকে শোকজ, জামায়াতের পদ থেকেও অব্যাহতি

বিতর্কিত মন্তব্য

চবি প্রতিনিধি | সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

বিতর্কিত বক্তব্যের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেকশন অফিসের কর্মকর্তা এবং হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে তাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত।

গত শনিবার চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সিরাজুল ইসলামকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ উল্লেখ করে আগামী ৩ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একইসাথে গতকাল উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ফজলুল করিম বলেন, কেন্দ্রের নির্দেশনা ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শুনেছি। এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত জানতে পারবেন। সিরাজুল ইসলামকে শোকজ করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে তাৎক্ষণিক পদ থেকে অব্যাহতি দিয়েছি। এজন্য শোকজ করিনি।

গত ৪ সেপ্টেম্বর রাতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আয়োজিত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নেতা ও দলীয় এমপি প্রার্থী সিরাজুল ইসলামের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে দেখা যায়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈত্রিক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।

চবির রেজিস্ট্রার দফতরের ব্যক্তিগত নথি শাখার সেকশন অফিসার সিরাজুল ইসলামের এই বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর বৃহস্পতিবার জোবরা গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায়ও তিনি প্রায় একই কথা বলেন। বিতর্কিত বক্তব্যের জেরে সমালোচনার মুখে ক্ষমা চেয়ে গত শনিবার রাতে ফেসবুক পোস্ট দেন সিরাজুল ইসলাম। সেখানে তিনি লিখেন, বক্তব্যের কিছু অংশ অনেকের কাছে ভুলভাবে উপস্থাপিত হতে পারে। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধআদালতে সাপের উপদ্রব
পরবর্তী নিবন্ধহাটহাজারীর পরিস্থিতি স্বাভাবিক