চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৭ শতাংশ

চবি প্রতিনিধি | শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৬:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদও ইঞ্জিনিয়ারিং অনুষদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিটটিতে মোট আবেদন করেছে ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭ হাজার ২৫৯ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫ টি।

শনিবার (২ মার্চ) বিকাল পাঁচটায় বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম হাসান। তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। চবির বাইরে পাঁচটি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। এছাড়া ঢাকা শহরের পাঁচটি কলেজে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের মতো এ বছরও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে পরীক্ষা হবে। মোট ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। অর্থাৎ, আসন প্রতি লড়বেন ৪৯ জন।

এবারের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেইসাথে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে বা কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে প্রক্টরিয়াল বডিকে অবহিত করতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নাম্বারসহ পোস্টার লাগানো থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে লবণ মাঠে চাষিকে পি টি য়ে হ ত্যা
পরবর্তী নিবন্ধদুর্নীতি প্রমাণ করতে পারলে এমপি পদ ছেড়ে দেব : সাবেক ভূমিমন্ত্রী জাবেদ