চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রশাসনিক পদে উপ–উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরীকে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুসারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপ–উপাচার্য (প্রশাসন) হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন ও উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
জানা যায়, প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী ১৯৬১ সালের ১২ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় গোলাম আলী চৌধুরী বাড়ির মৃত বাচা মিয়া চৌধুরী ও মৃত নূরজাহান বেগম চৌধুরীর সন্তান। মো. সেকান্দর চৌধুরী কুমিল্লা বোর্ডের অধীনে ১৯৭৬ সালে এসএসসি ও ১৯৭৮ সালে এইচএসএসি পাশ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে অনার্স ও ১৯৮৪ সালে মাস্টার্স পাশ করেন। ২০০৪ সালে চবির প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফের তত্ত্বাবধানে ‘বাংলার মুসলিম সমাজ ও রাজনীতি (১৯২৫–১৯৪০)’ শিরোনামে পিইচডি থিসিস সম্পন্ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।












