চবির আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম। তিনি গতকাল মঙ্গলবার পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং খোঁজখবর নেন। তিনি তাদের পাশে কিছুক্ষণ সময় কাটান এবং তাদের চিকিৎসকদের সাথে কথা বলেন। প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ করেন। আহত ছাত্র ইসমাইলের সাথে কথা বলেন, তার আশু সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ডা. আহমদ রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।