চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে মদ খেয়ে মাতলামি করার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। এ নিয়ে রুমমেট বাধা দিলে তিনি তেড়ে আসেন এবং গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন এক শিক্ষার্থী।
গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. উদিতি দাশের কাছে ওই ছাত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ করে তার রুমমেট। অভিযোগকারী শিক্ষার্থী জানান, ওই ছাত্রী নিয়মিত মদ খেয়ে হলে এসে মাতলামি করত। সিগারেট খেয়ে রুমের পড়ালেখার পরিবেশ নষ্ট করত। এগুলো নিয়ে তাকে বাধা দিলে অকথ্য ভাষায় গালাগালি করত।
বিশ্ববিদ্যালের সহকারী প্রক্টর মো. এনামুল হক বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলেছি। হল প্রশাসনের সাথে কথা বলব।
হলের প্রভোস্ট ড. উদিতি দাশ বলেন, আজকে একটা মেয়ে আমাকে টেলিফোন করে জানিয়েছে, হলে একটা মেয়ে মাদক সেবন করে। এই মেয়ের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছে। তাকে তখন ডাকিয়েছিলাম। সে ক্ষমা চেয়ে বলেছে আর করবে না। এ বিষয়ে আমরা কালই (আজ) অ্যাকশনে যাব।