চবির অবসরপ্রাপ্ত ১৩ শিক্ষককে সমিতির সম্মাননা ও সংবর্ধনা

চবি প্রতিনিধি | সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৯:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত ১৩ জন শিক্ষককে সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে চবি শিক্ষক সমিতি। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হকের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সমিতির সদস্য ড. আদনান মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকবৃন্দ হলেন দেশের আলোকিত মানবসম্পদ উৎপাদনের কারিগর। বিদায়ী শিক্ষকবৃন্দ তাদের শিক্ষকতা জীবনে দেশ-জাতির সমৃদ্ধি অর্জনে নিরবচ্ছিন্নভাবে জ্ঞান বিতরণের মাধ্যমে দেশে দক্ষ, যোগ্য ও আলোকিত মানবসম্পদ উৎপাদন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে উন্নয়ন-অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এ অবদান বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। সংবর্ধিত অবসর গ্রহণকারী শিক্ষকবৃন্দ হলেন দর্শন বিভাগের প্রফেসর ড. মোজাফফর আহমদ চৌধুরী, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শংকর লাল সাহা, রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. জামাল উদ্দীন আহমদ, দর্শন বিভাগের প্রফেসর ড. এম শফিকুল আলম, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রফেসর ও সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদ আহসান, একাউন্টিং বিভাগের প্রফেসর রণজিত কুমার চৌধুরী, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, গণিত বিভাগের প্রফেসর ড. নীল রতন ভট্টাচার্য্য, ফিশারিজ বিভাগের প্রফেসর ড. হোসেন জামাল এবং ইতিহাস বিভাগের প্রফেসর বকুল চন্দ্র চাকমা।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিংয়ে ৯ জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধজামালখান ব্যবসায়ী সমিতির নির্বাচন