চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ছাত্রদের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট দূরীকরণে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হলের ছাদে বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এটির উদ্বোধন করেন।
জানা যায়, ট্যাঙ্কটিতে সবসময় ২ হাজার লিটার পানি সংরক্ষিত থাকবে। প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি এই ফিল্টারের মাধ্যমে পরিশোধিত হবে। আধুনিক এই সুপেয় পানির ফিল্টার পানিতে থাকা আয়রন, ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন সালফাইডসহ ফেরাস ও ফেরিক আয়রন অপসারণে সক্ষম। পাশাপাশি এটি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও অন্যান্য ক্ষতিকর উপাদানও দূর করবে।
এ সময় হলের প্রাধ্যক্ষ এ.জি.এম. নিয়াজ উদ্দিন বলেন, বিশুদ্ধ পানির সংকট প্রায় সব জায়গাতেই আছে। আমরা শুরুর দিকে সাধারণ ফিল্টার বসিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু ছাত্রের সংখ্যা বেশি হওয়ায় তা দিয়ে কাভার হচ্ছিল না। পরে বিশ্ববিদ্যালয়ের দুই উপ–উপাচার্যসহ সবার সহযোগিতায় একটি ভালো বরাদ্দ পেয়েছিলাম। এরপর মাইক্রো বায়োলজির একজন অধ্যাপক এখানে এসে পরামর্শ দিয়েছেন। যেহেতু আমরা এ বিষয়ে জানি না, তাই আমাদের চিফ ইঞ্জিনিয়ার, প্রশাসক ও অন্যান্য ইঞ্জিনিয়াররা সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এর মাধ্যমে আমরা ছাত্রদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছি।
বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, এ হলে ছাত্র উঠানো থেকে শুরু করে অন্যান্য বিষয় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। সকল বাধা অতিক্রম করে দীর্ঘদিন পর আমরা ছাত্র উঠিয়েছি। এরপর ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার দাবি জানানো হয়। এর মধ্যে অন্যতম ছিল সুপেয় পানির সংকট। আজ (গতকাল) সে সমস্যা সমাধানে আনুষ্ঠানিকভাবে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হলো। এছাড়া হলের অন্যান্য সমস্যাগুলোও খুব দ্রুত সমাধানের চেষ্টা করছি।
এ সময় উপস্থিত ছিলেন অতীত দীপঙ্কর হলের প্রভোস্ট এ. জি. এম নিয়াজ উদ্দিন, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল শাহীন খান প্রমুখ।